۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
News ID: 400845
22 جولائی 2024 - 20:26
সফরে ইশ্কে হুসায়েন
সফরে ইশ্কে হুসায়েন

হাওজা / আহলে হারামের কষ্টের সফরকে স্মরণ করে ‘সফরে ইশ্কে হুসায়েন’ এর আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কারবালা (সলুয়া) থেকে শুরু হবে ১০ ই আগস্ট ২০২৪ ইনশা আল্লাহ্। পৌছাবে এই ক্বাফেলা পর দিন দুপুর ১:৩০ টায় টাকি সরণীয়া কারবালা তে। ২০২০ সালে এই সফরে ইশ্কে হুসায়েন মোওলানা সৈয়দ ইউসুফ আলী জায়দী সাহেব কিবলার নেতৃত্বে প্রথম শুরু হয় মোট ১০০ জন কে নিয়ে।

পরবর্তী বছর থেকে এই সফরে বহু মোমেনীন মোমেনা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন গ্রাম থেকে শামিল হন। আলহামদুলিল্লাহ এই সফর সফল সফরে ইশ্কে হুসায়েন হিসেবে পরিচিতি লাভ করেছে, বিবি পাক সৈয়াদা জাহরা সা: ও যুগের ইমাম আ: এর ছত্রছায়ায় । উদ্দেশ্য শাহজাদী জয়নাব সা: ও আহলে হারামের কারবালা থেকে কুফা ও শাম পর্যন্ত আসির বা বন্দি করে নিয়ে যাওয়া হয় যে সফরে কষ্ট জুলুম ছাড়া আর কিছুই ছিলো না। ১২০০ মাইল পথ আহলে হারাম কে এই কষ্টের মধ্যে দিয়ে সফর করতে হয়। আহলে হারামের এই কষ্টের সফর কে স্মরণ করে আমরা সামান্য পথ সফর করে সেই কষ্ট কে অনুভব করে আহলে হারাম ও যুগের ইমাম আ: এর নিকট সমবেদনা বা পুরসা পেশ করি।

ইনশা আল্লাহ্ সকলকে আহবান জানাই সফরে ইশ্কে হুসায়েনে শামিল হওয়ার জন্য।

ওয়াসালাম- সৈয়দ জন মহম্মদ জায়দী।

تبصرہ ارسال

You are replying to: .